মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়ন গালিমখার বাগ গাউছিয়াপাড়া দরবার শরীফ গাউছুল আজম দস্তগীর অলিকুলের শিরমনি তাপস সম্রাট হযরত গাউছুল আজম পিরানে পীর দস্তগীর বড়পীরশেখ আবদুল কাদির জিলানী ( রহঃ) স্মরণে ( ৩৯তম) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসলামী মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মাওলানা আব্দুল আল রোমান পেশ ইমাম গাউছুল আজম আয়েমন্নেছা মসজিদ কমপ্লেক্স।
প্রধান বক্তা পীরজাদা মাওলানা মোহাম্মদ মোহাইমিনুল হক ইবনে জিয়াউল হক সুন্নি আল ক্বাদেরী, কচুয়া মিরাণীয়া দরবার শরীফ। দ্বিতীয় বক্তা আলী আহমদ সুন্নি ক্বাদেরী, নিতাই কান্দি, তৃতীয় বক্তা হযরত মাওলানা মোঃ মোস্তফা বাগবেড় কটিয়াদী।
বক্তারা ইসলামী বিষয় নিয়ে আলোচনা রাখেন।এই সময় উপস্থিত ছিলেন কটিয়াদী থানাধীন বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পরিদর্শক (নিঃ) বিদ্যুৎ কুমার বড়ুয়া, এএস আই আমিনুল ও তার সঙ্গীয় ফোর্স।
এ সময় প্রধান বক্তা ফুল দিয়ে বরণ করেন আতাউর হক তুতু, সাবেক চেয়ারম্যান চান্দ্পুর ইউনিয়ন পরিষদ। মাহফিল শেষে বক্তব্যে কারী শহিদুল হক খোকন সরকার বলেন, আমি ৩৯ বছর ধরে এই ইসলামি মাহফিল করে যাচ্ছেন এবং এবছর দেশের পরিস্থিতির কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকলের দোয়া ও সহযোগিতা চাই ও আগামী বছর যেনো মাহফিল আরো বড় করা যায়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.