শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
ঝিনাইদহ কালীগঞ্জে নায়েব আলী (৭৬) নামে এক প্রবীণ স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটের দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি কালীগঞ্জ পৌর এলাকার কাশিপুর গ্রামে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামের মৃত কায়েম আলী মন্ডল এর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
মরহুম শিক্ষকের একমাত্র ছেলে শাহ আলম বিটুল জানান,আমার বাবা সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। শুক্রবার (২০ ডিসেম্বর) হঠাৎকরে শারীরিকভাবে বেশ অসুস্থ অনুভব করাই আমরা তাকে দ্রুত যশোর সদর হাসপাতালে নেই। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তিনি তার পিতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
মোবারকগঞ্জ রেলওয়ে মাঠে প্রথম জানাযা এবং নিজগ্রাম আড়মুখী কুঠিপাড়ার ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.