মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ শ্লোগানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ অক্টোবর) সকালে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. আবু বকর সিদ্দীক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রবিউল্লাহ খান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোজাম্মেল হক।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সামসুল হক জুয়েল, সদস্য মুভি বাংলা টিভির উপজেলা প্রতিনিধি পনির খন্দকার, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল হক শিশির প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত নুর-ই-জান্নাত, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, মৎস্য কর্মকর্তা আবু শামা, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার বেনজির আহম্মেদ, জামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান রিপন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.