এ জে সোহেল, ষ্টাফ রিপোর্টার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন পদত্যাগ করেছেন।
পদত্যাগ পত্রে অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন উল্লেখ করেন, বর্তমানে আমি আমার ব্যক্তিগত কারণে উপাচার্যের পদ থেকে পদত্যাগ করলাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন অব্যাহত থাকুক এই কামনাও করেন পদত্যাগ পত্রে তিনি এমনটাই জানা গেছে।
২০২৩ সালে উপাচার্যের এক বক্তব্য “দুর্নীতি হচ্ছে বলেই দেশ উন্নত হচ্ছে” এমন শিরোনামে খবর দেশব্যাপি ছড়িয়ে পড়ায় ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। ৩১ জানুয়ারি ২০২২ এ নিয়োগ পাওয়া এই প্রফেসর কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১০ ( ১) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন। অবশেষে ১১ই আগস্ট ২৪ ইং তারিখ রোজ রবিবার নানা ঘটনায় আলোচিত সমালোচিত এই উপাচার্য ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন।
এছাড়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অসন্তোষ রয়েছে৷ শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল তখন শিক্ষার্থীদের অরক্ষিত রেখে সিএনজিতে করে চলে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্যের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। সূত্রে, পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: হুমায়ুন কবির।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.