বিশেষ প্রতিনিধি
গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের সাথে মত বিনিময় করেছেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। গতকাল বিকালে গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাদিকদের বর্তমান সমস্যা ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে নিয়ে আলোচনা হয়। সদ্য নিবন্ধিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা প্রেস ক্লাবের সভাপতিকে স্বগত জানিয়ে বলেন, দেশে নৈরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়নি।
দীর্ঘদিনের একচ্ছত্র ক্ষমতায় শেখ হাসিনার সরকার স্বৈরাচারীতে পরিণত হয়। বিচার বিভাগ, শাসন ব্যবস্থা, দেশের ব্যবসায়িক খাত, অর্থনৈতিক অবকাঠামো এবং মুক্ত গণমাধ্যমকে ধ্বংস করেছে। তিনি এ সময় আরো বলেন, সাংবাদিকদের অহেতুক মিথ্যা মামলায় না জড়ানের জন্য আহবান জানান। ভিপি নুর বলেন, প্রকৃত অপরাধী যেই হোক তাকে বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিকদের উদেশ্যে এ সময় তিনি গনমাধ্যমকে নিরপেক্ষ থেকে সঠিক সংবাদ প্রকাশ করতে হবে।
গণঅধিকার পরিষদ নিবন্ধিত হওয়ায় ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ফুলের সুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা সাংবাদিকরা সব সময় মামলা হামলার শিকার। আমরা স্বাধীন ভাবে কাজ করতে চায়। এসময় সকল সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ও অহেতুক সাংবাদিকদের যেন মিথ্যা মামলায় না জড়ানোর আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দরা আরো বলেন, দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারকে সুষ্ঠুভাবে কাজ করতে দিতে হবে। দেশে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করছে একটি কুচক্রী মহল। দেশের স্বার্থে তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।