
মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার ৮ নং বোয়ালী ইউনিয়নে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় একটি সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল রহমান (সাবু)-এর বিরুদ্ধে সিডিউল লঙ্ঘন করে কাজ করার দাবি তুলেছেন। কাবিটা ২০২৫ প্রকল্পের বরাদ্দ বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট বাজার সংলগ্ন কালির বাজার রোড (চিড়ার মিলের পাশে)। ৩ নং ওয়ার্ডে চেয়ারম্যান একটি কাঁচা রাস্তার সিসি ঢালাই এর কাজ করছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন যে রাস্তা নির্মাণে সরকারের নির্ধারিত সিডিউল (নকশা) এবং মানদণ্ড উপেক্ষা করা হচ্ছে।
এর প্রধান অনিয়মগুলো হলো:
রাস্তার প্রস্থ হ্রাস সিডিউল অনুযায়ী রাস্তার প্রস্থ ৮ ফিট হওয়ার কথা থাকলেও, নির্মাণাধীন রাস্তায় মাত্র ৭ ফিট প্রস্থের ঢালাই দেওয়া হচ্ছে।
সলিং ব্যবহার না করায় সিসি ঢালাই রাস্তা নির্মাণের পূর্বে বাধ্যতামূলক সলিং (ইটের স্তর) ব্যবহার করা হচ্ছে না। এর ফলে রাস্তাটি দ্রুত ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। রাস্তার দুই পাশে ব্যবহৃত গাইডওয়ালে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। সিসি ঢালাইয়ের জন্য নিম্নমানের ও অপরিষ্কার খোয়া ব্যবহারের প্রস্তুতি চলছে।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা বারবার চেয়ারম্যানকে সঠিক নিয়মে কাজ করার অনুরোধ করেছি। কিন্তু তিনি কোনো কর্ণপাত করছেন না। এত বড় একটা সরকারি প্রকল্পের রাস্তা যদি এমন নিম্নমানের হয়, তবে তা বেশিদিন টিকবে না। এলাকাবাসী অবিলম্বে গাইবান্ধা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (UNO) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) এর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে কাজের মান যাচাই এবং সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে বোয়ালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খেয়াঘাট বাজারের পাশের একটি রাস্তার সিসি ঢালাই কাজ চলছে সরজমিনে সাংবাদিকরা দেখতে যায়। তাদের কাজটি সঠিক নিয়মে হচ্ছে না মনে হলে সিডিউল দেখতে চাওয়ায় তারা সাংবাদিকদের অকথক ভাষায় গালাগালি করে এবং সংবাদ সংগ্রহের বুম ছিনিয়ে নেয়। এক পর্যায়ে লাঠি সোঠা ও ঢালাই কাজে ব্যবহারকৃত বেলচা নিয়ে অতর্কিতভাবে হামলা করেন। এতে একজন সাংবাদিক গুরুতর আহত হলে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বাসায় নিয়ে যাওয়া হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 
























