
ভোলা প্রতিনিধি
চরফ্যাশনে বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে ছোটভাই সাবেক ইউ পি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হাজী আব্দুর রব ও জসিম উদ্দিন বাচ্চু গংদের বিরুদ্ধে ঘরবাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা যায়-চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শাজাহান মিয়া রসুলপুর মৌজার জে এল নং ৯৯ দিয়ারা ১২৪৬ নং খতিয়ানের ৭৬০/৭৬২/৭৭২/৭৭৪/৭৭৫ দাগে বিরোধীয় মোট ৮০ শতাংশ জমির মালিক হয়ে একতলা বিশিষ্ট একটি পাকা ঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে সম্প্রতি ছোট ভাই হাজী আব্দুর রব গত ঈদুল আযহায় ভোলা থেকে বেড়াতে আসে। প্রায় এক মাসের অধিক বেড়ানোর পর হঠাৎ করে নির্মাণকৃত ভোগদখলীয় সম্পত্তি থেকে বড় ভাই ও তার পরিবারকে ঘর ছেড়ে চলে যেতে বলেন। ঐ সময়ে ততকালীন সরকারের প্রভাব খাটিয়ে বড় ভাই শাহজাহানের বাড়িঘর ও সম্পত্তি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এবং জোরপূর্বক ওই সম্পত্তি তাদের দাবি করে।
গত চার মাস যাবত বহিরাগত লোকজন সহ আব্দুর রব হাজী ঐ বাড়িতে জোর পূর্বক অবস্থান নেন। এ ঘটনায় বড়ভাই শাহাজাহান এর ছেলে রাফসান বাদী হয়ে অভিযুক্ত হাজী আব্দুর রব, জসিম উদ্দিন বাচ্চু,হারুন অর রশিদ, বিবি মরিয়ম ও হাজেরা বেগমসহ ৫জনকে আসামি করে শশীভূষণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে অভিযুক্ত হাজী আব্দুর রব জানান, বড়ভাই শাহাজাহান অভিযোগ মিথ্যা দাবি করে বলেন আমাদের সম্পত্তিতে তাকে থাকতে দিয়েছি। যেই বাড়িঘর এবং ৮০শতাংশ জমির মালিকানা দাবি করতেছে তার কাছে কোন বৈধ কাগজপত্র নেই সে আমাদের ওয়ারিশি সম্পত্তি সব বিক্রি করে দিয়েছেন এবং এলাকায় প্রচুর ঋণ থাকায় দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।
এ ব্যাপারে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্হা নেওয়া হবে।