মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির আলোকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষনা করায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বৈষম্য বিরোধী আন্দোলন ও সাধারন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) বিকেলে উপজেলা সদরের ইসলামী চত্তরে এই মিছিল ও মিষ্টি বিতরন করা হয়।
জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সকল শিক্ষার্থীরা ইসলামী চত্তরে সমবেত হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা সিয়াম খান ও মো ইব্রাহীম, নাহিদুল ইসলাম নাঈম বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিষ্ট সরকার বিদায় নিলেও তাদের দোষররা এখনো রয়ে গেছে।
সরকারের প্রতিটি স্তরে স্তরে সেই দোষরা ঘাপটি মেরে আছে তাদেরকেও বাতিল করতে হবে। কোন রাজনৈতিক দল যদি আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের সকল সংগঠনের নেতাকর্মীদের সুযোগ দেয়ার চেষ্টা করে তার পরিনাম ভাল হবে না। শিক্ষার্থীরা ‘ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, পালাইছে রে পালাইছে, ছাত্রলীগ পালাইছে, আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই’ সহ নানান স্লোগানে মুখরিত করো তোলে পুরো এলাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আশিকুর রহমান, আবদুর রহমান উজ্জ্বল, শান্ত, নিলয়, সালেহ মুসা, আক্তার, জুনায়েদ, রাফি, এনামুল, শরীফ, ফয়সাল প্রমুখ।
সভা শেষে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষনা করার আনন্দে জনসাধারনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.