শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
ঝিনাইদহ শহরে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে অঞ্জনা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। অঞ্জনা আক্তার যশোর চুড়ামনকাটির বাসিন্দা। তবে তিনি ঝিনাইদহের হামদহ এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন।
স্থানীয়রা জানান‚ শহরের হামদহ এলাকার বাসিন্দা গৃহবধূ অঞ্জনা খাতুন তার মায়ের সাথে করে নিয়ে বাসা বাড়ির কাজ ঠিক করে রিক্সায় চাকলাপাড়া থেকে বাসায় ফিরছিল। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের তাসলিম ক্লিনিকের সামনে পৌঁছানো মাত্রাই রিক্সাচালক সড়কে ভাঙা এড়াতে গেলে রাস্তার ওপর পড়ে যায় অঞ্জনা খাতুন। এ সময় ওই সড়ক চলা একটি পিকআপ ভ্যানের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।খ খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন, ঝিনাইদহে থানা-পুলিশ ট্রাক এবং চালকে আটক করেছে। নিহত অঞ্জনা আক্তারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, পরিবারের লোকজন বাদী হলে নিয়মিত মামলা করা হবে।