
এ এইচ রবি
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-কুমিল্লা মহাসড়কের দাউদকান্দি ব্রীজ সংলগ্ন পাখির মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
নিহত তানভীর চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন পালগিরী চেয়ারম্যান বাড়ির দেলোয়ার হোসেনের মেঝো ছেলে। জাহিদ একই গ্রামের মজিদ মেম্বার বাড়ির দুলাল মিয়ার ছোট ছেলে। অপর একজনের নাম জানা যায়নি। তার বাড়ি ইলিয়টগঞ্জ তলানি পাড়ায়।
তানভীর আহমেদ ও মো: জাহিদ হোসেন নামে আপন দুই খালাতো ভাই।
তানভীর ও জাহিদ বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল যোগে তাদের গ্রামের বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
পিছন থেকে আসা এক বাস যাত্রী জানায়, দুর্ঘটনার কিছুক্ষন পরে তারা বাস থামিয়ে দেখতে পায়, জাহিদ ও নাম না জানা ব্যক্তি ঘটনাস্থলে মারা যায়। তানভীরকে আহত অবস্থায় হাসপাতাল নেওয়ার পথে মারা যায়। তবে দুর্ঘটনাটি কিভাবে ঘটে তা জানা যায়নি।
মুক্তির লড়াই ডেস্ক : 


























