
মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার পচা কান্দরে সিদকেটে গরু চুরি হয়েছে।
মঙ্গলবার ভোরে নাচোল থানাধীন ০৪ নং নিজামপুর ইউনিয়নের পচা কান্দর গ্ৰামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ মোমিনুর রহমানের মাটির গোয়াল ঘরের জানালা ভেঙে ১ টি গাভী, ২ টি বকনা গরু চুরি হয়। যাহার বাজার মূল্য অনুঃ দুই লাখ টাকা।
নাচোল থানার এস,আই মোঃ হাসান মাহমুদ এর নেতৃত্বে টহল পার্টি ঘটনাস্থলে পৌঁছে রাতভর আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করে গরু গুলোর সন্ধান পায়নি।