
মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের মির্জা গ্রুপের সামনে ভিমুলপুর মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী নওশিন নামক একটি যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১ জন নিহত ও ১৫ জন আহত হন।
শুক্রবার (২৫ অক্টোবর) ভোর ৫.৪০ ঘটিকায় আঞ্চলিক মহাসড়কের মির্জা গ্রুপের সামনে ভিমুলপুর মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী নওশিন নামক একটি যাত্রাবাহী বাস যার নম্বর ঢাকা মেট্রো ব-১৫২১১৪ নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি এবং বাসের আহত ১৫ জন যাত্রীর মধ্যে ১৩ জনের পরিচয় জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পুনট্টি গ্রামের মহসিন আলীর ছেলে রাব্বি (২০), একই গ্রামের রফিকুলের মেয়ে মরজিনা (৪৫), মাজেদুরের মেয়ে মারজিয়া (২৬), রফিকুলের ছেলে মুক্তারুল (২৮), রহিম শাহের মেয়ে মহছেনা (৬৫), মহসিনের ছেলে রাশেদ (২০), মাজেদুরের দেড় বছরের মেয়ে তাসমিয়া, ফুলবাড়ী উপজেলার মেলাবাড়ী গ্রামের নুর আলমের মেয়ে বাবলী (২৬), বোচাগঞ্জ উপজেলার ঘোনায়া গ্রামের মৃত রোস্তমের ছেলে জিয়াউর (৪৩), একই উপজেলার কনুয়া বনগাঁও গ্রামের সামিদুলের ছেলে রাজু (৪৫), বিরল উপজেলার মুটুকপুর বটতলী/ফুলবাড়ী হাট গ্রামের এরফানুলের মেয়ে সুইটি (২১), ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মোজাম্মেলের ছেলে রাতুল (৩৫), একই জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের আতর আলীর ছেলে মাহফুজ (১৮)। দুই জন আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ব্যক্তিরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিতসা নিয়ে সকলে চলে গেছেন।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস এর লিডার উপেন্দ্র নাথ জানান, ভোর ৫.৪৫ ঘটিকার সময় আমরা সংবাদ পেলে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে প্রেরণ করি। আহতদের মধ্যে একজন মারা গেছে এবং অন্যরা প্রাথমিক চিকিতসা গ্রহণ করেছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, আজ ভোরে ভিমুলপুর মোড়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে পড়ে গেলে বাসের ১৫ জন যাত্রি আহত এবং ১ জন নিহত হয়। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। দিনাজপুর পিবিআইকে জানানো হয়েছে। পরিচয় পেলে তার পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হবে।