নীলফামারী প্রতিনিধি
নিয়োগ বিধি ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবীতে নীলফামারীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা।
একই দিন থেকে অনির্দিষ্টকালের সেবাদান বন্ধ শুরু করেছেন তারা।
মঙ্গলবার সকালে (২ডিসেম্বর) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মাহাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, পরিবার কল্যাণ সহকারী সমিতির আহবায়ক লাভলী পারভীন, পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সাধারণ সম্পাদক ফারজানা সুলতানা ও পরিবার কল্যাণ সহকারী শাহনাজ আক্তার শারমীন বক্তব্য দেন।
বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবী বাস্তবায়নে নানা কর্মসূচি পালন করে আসছি কিন্তু কোন কাজে আসছে না। বাধ্যহয়ে সারাদেশে আমরা একযোগে সেবাবন্ধ করে অবস্থান নিয়েছি। আগামী ১১নভেম্বরের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে।
জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মাহাবুল ইসলাম জানান, কর্মর্সূচি চলাকালে আমরা নিজ নিজ কার্যালয়ে অবস্থান করবো এবং জরুরী কিছু ছাড়া কোন সেবা প্রদান করবো না।তিনি আরো
বলেন, আমরা রাজস্ব খাতে চাকুরী করি কিন্তু নিয়োগ বিধি নেই এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের বিদ্যমান নিয়োগ বিধি সংশোধন করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.