মোঃময়নুল ইসলাম, পঞ্চগড়
পঞ্চগড়ে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পঞ্চগড় সদর উপজেলার ৫নং চাকলাহাট ইউনিয়ন এর নতুন চাকলা হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাকলা হাটে অমর খানা, হাফিজাবাদ, কামাত কাজলদিঘী চাকলাহাট এবং হাড়িভাষা ইউনিয়নের কর্মীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যাবিষ্টার মুহাম্মদ নওশাদ জমির সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন।
https://youtu.be/_zM82qrAspo?si=kFJ2hvTJninh28yD
এ সময় বক্তরা বলেন, স্বৈরাচারি খুনি শেখ হাসিনা ক্ষমতা থাকা কালীন বিভিন্ন ধরনের মামলা ও নেতা কর্মীদের কে গুম- খুন এবং ল কি নিজস্ব ছাত্রলীগ বাহিনী কে দিয়ে হামলা চালিয়ে যেতেন। বিএনপির বড় নেতা থেকে কর্মীরা ও শেখ হাসিনার নেতৃত্বে থাকা ছাত্রলীগের হামলায় শিকার হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.