
বিশেষ প্রতিনিধি
কুমিল্লার বরুড়ার ওরাই আপনজন সামাজিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ১০ অক্টোবর ২৪ ইং ডকটরস কমিউনিটি হসপিটাল ডাঃ আনিস উল হাসান হল রুমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ জালাল উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান সংগঠনের উপদেষ্টা সৈয়দ রেজাউল হক, আঞ্চলিক স্কাউট এর সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আখতারুজ্জামান, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা মোঃ মেধাদ উদ্দিন নবাগত সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন।
আলোচনা সভা শেষে একটি কেক কাটা হয়।
আলোচনা সভা শেষে মোঃ ইলিয়াছ আহমদ কে সভাপতি ও মোঃ ফারুকুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও মোঃ তোফাজ্জল হোসেন তুহিন কে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২ বছরের জন্য সংগঠনের কার্য্যকরী কমিটি ঘোষণা করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান। আগামী ৯ নভেম্বর ২৪ ইং শনিবার ব্যাপক ভাবে একটি অভিষেক অনুষ্ঠান করা হবে হোটেল রেড উইং এ।
মুক্তির লড়াই ডেস্ক : 


























