মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলা হরিশপুরা কামাল হোসেন কলেজে ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
২৫ ডিসেম্বর ২৪ ইং হরিশপুরা কামাল হোসেন কলেজে দিন ব্যাপী শতাধিক বিভিন্ন বিভাগের ডাক্তারদের তত্বাবধানে প্রায় ৪ হাজার রোগী কে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সকল রোগী কে বিনামূল্যে ঔষধ হাতে তুলে দেয় জনকল্যাণ সমিতির পক্ষ থেকে। আগামীকাল বরুড়ার কয়েকটি প্রাইভেট হসপিটালে জনকল্যাণ সমিতির উদ্যোগে সুন্নতে খতনা এবং ৫০ জন চক্ষুরোগীকে এবং কুমিল্লার আলেখাচর চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন করা হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ।
ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি ও সড়ক ও সেতু মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতি বরুড়া উপজেলায় ইতিমধ্যে কয়েকটি ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় হরিশপুরা কামাল হোসেন কলেজে এ আয়োজন করেছে।
বিশিষ্ট দানবীয় ও সমাজসেবক মোঃ কামাল হোসেন এ ফ্রী মেডিকেল ক্যাম্পে পৃষ্ঠ পোষকতা করেছেন। তাই জনকল্যাণ সমিতির পক্ষ থেকে কামাল হোসেন কে ধন্যবাদ জানান। বিশেষ করে প্রফেসর ডাঃ রুহুল আমিন সহ ডকটরস ফোরাম কে ধন্যবাদ জানাই এতো ব্যাস্ততার মাঝে ও তাঁরা অনেক সময় দিয়েছেন জনকল্যাণ সমিতির ডাকে সারা দিয়ে এলাকায় এসেছেন সেই জন্যে।
এলাকাবাসীর আন্তরিকতা স্হানীয় সাংবাদিকদের সহোযোগিতা জনকল্যাণ সমিতি কে মুগ্ধ করেছে জনকল্যাণ সমিতির উপস্থিত সকল কে।
বরুড়া ইউনিয়ন পরিষদ এসোশিয়েশনের সাবেক সভাপতি ভবানীপুর ইউনিয়নের সাবেক চারবারের চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু বলেন, ঢাকাস্থ জনকল্যাণ সমিতি যে উদ্যেগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। সাবেক যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ এর দক্ষ নেতৃত্বে বহিঃপ্রকাশ আজকের এ আয়োজন। প্রফেসর ডাঃ রুহুল আমিন এশিয়া মহাদেশের একজন অন্যতম শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার তার উপস্থিতি ফ্রী মেডিকেল ক্যাম্প কে প্রাণবন্ত করে তুলে। ডাঃ সেলিম সাহেব কে অভিনন্দন জানাই বরুড়া স্মরণ রেখে আজ আমাদের বরুড়া হরিশপুরা কামাল হোসেন কলেজে ফ্রী মেডিকেল ক্যাম্পে আসায়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ হাছান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক, সাবেক বরুড়া উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজ আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, অধ্যাপক ফরহাদুল ইসলাম, আবদুল মমিন পাটোয়ারী, সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এর একান্ত সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন কল্লোল, আদ্রা ইউনিয়ন চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সোহেল পারভেজ সহ ফ্রী মেডিকেল ক্যাম্পে ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির অধিকাংশ নেতৃবৃন্দ, ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.