
বরুড়া প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার ৯ অক্টোবর বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১শত জন কৃষকের মাঝে কৃষি উপকরণ সরিষা, বীজ, সার ও বালাইনাশক বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক সলিল বিশ্বাস, দৈনিক সমাজকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলী, প্রদীপ দাস, রবিউল আলতাফ সহ কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিন প্রতিজন কৃষকের মাঝে ৫০ কেজি ডিএপি সার, ছত্রাক নাশক এক পেকেট,
সরিষা বীজ ১ কেজি করে একশত কৃষকের মাঝে বিতরণ করা হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 

























