
স্টাফ রিপোর্টার
বরুড়া ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। ২৮শে অক্টোবর দুপুর বারটায় বরুড়া পশ্চিম বাজার থেকে শুরু করে বাজারের ফুটপাত দখলমুক্ত করন, অবৈধ পার্কিং ও নো পার্কিং জোনে গাড়ি রাখার অপরাধে ৫ ব্যাক্তিকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিন ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মং, সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সহ বাজার কমিটির নেতৃবৃন্দ। এদিন অভিযানে বাজারের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে নো- পাকিং জোন নির্ধারন করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এছাড়াও ব্যাংকগুলোর সামনে মোটরসাইকেল থামিয়ে রেখে যানজট সৃষ্টি করতে সকলকে নিষেধ করা হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























