অতনু চৌধুরী(রাজু), বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে ৫০’পিস ইয়াবাসহ মোঃ শফিউল (৪২) নামের এক মাদক কারবারি আটক।
আটককৃত ব্যক্তি চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া এলাকার মৃত মোঃ রফিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনুপ রায় ও এসআই বিকাশ দত্তের নেতৃত্বে পুলিশের একটি অভিযানি দল উপজেলা আট্টাকী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মাদক কারবারি মোঃ শফিউলকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ৫০’পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে। এবং সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।