মোঃ সোহেল, টেকনাফ
সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর ১১ ই আগস্ট দীর্ঘ নয় বছর পরে ভারত থেকে বাংলাদেশে আসেন সালাউদ্দিন আহমেদ। আদালতের মাধ্যমে তাহার মামলার জামিন শেষে জন্মস্থান কক্সবাজার পেকুয়ায় আগমন করেন আজ। ঢাকা হতে বিমান যুগে সকাল সাড়ে দশটায় কক্সবাজার বিমান বন্দরে পৌছান তিনি।
এসময় কক্সবাজার বিমান বন্দরে জেলার বিভিন্ন উপজেলা হতে হাজার হাজার নেতাকর্মীগন অপেক্ষা করেন তার জন্য। পরবর্তী হাজার হাজার মানুষ গাড়ি যুগে পেকুয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। রাস্তার দুই পাশে দাড়িয়ে থাকা লক্ষ মানুষের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিকাল পাঁচটায় চকরিয়া বাস টার্মিনাল পৌঁছে হাজার হাজার মানুষের সামনে জনগণের উদ্দেশ্যে পঁনের মিনিট বক্তব্য দেন তিনি। জানাযায়, সালাউদ্দিন আহমেদ দশ বছর দুই মাস ১৪ দিন পরে নিজ জন্মস্থান কক্সবাজার পেকুয়ায় ফিরেছেন। সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, কক্সবাজার-১
আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৫ সালের ২৫ মার্চ ঢাকার উত্তরা থেকে তিনি অপহৃত হন এবং দুই মাস পরে ভারতের শিলং শহরে অপহরণকারীরা ছেড়ে দেন তাহাকে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.