ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিসিএস নির্বাচনে ড. আরেফিন-ববী প্যানেলের নিরস্কুশ বিজয়

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গত ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ইং রোজ শুক্রবার শের-ই-বাংলা নগর আদর্শ মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. শরীফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান খান জিহাদ নেতৃত্বাধীন ড. শরীফ -জিহাদ প্যানেল। অপর প্যানেলটি হলো ড. আরেফিন-ববী প্যানেল।

উক্ত নির্বাচনে ড. আরেফিন-ববী প্যানেল সবকটি পদে বিপুল ব্যাবধানে জয়ের মধ্যমে নিরস্কুশ বিজয় অর্জন করে। এই বিজয়ের জন্য ড. আরেফিন-ববী পক্ষ থেকে বিসিএস এর সম্মানীত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে নিয়ে কাজ করে নির্বাচনী ইশতেহার পরিপূর্ণ্যভাবে বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য বিসিএস এর প্রতিটি সদস্য যথাযথ অবদান রাখতে বদ্ধপরিকর বলে জানিয়ে যেকোন আইসিটি সংশ্লিষ্ট কার্য্যক্রমে বিসিএস এর প্রতিনিধি অন্তর্ভুক্তির জন্য নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ্যকে আহবান জানানো হয়। বিজয়ের পর স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত প্রেসিডেন্ট অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন, নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট (অ্যাডমিন): সহযোগী অধ্যাপক রেজাউল করিম, নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট (ফিন্যান্স): অধ্যাপক মো: আব্দুল বাছেত, নবনির্বাচিত ট্রেজারার: জনাব মোঃ শাহরিয়ার হোসেন খান ফরহাদ। নির্বাচনী কর্মকান্ডে এই প্যানেলের পক্ষে সোসাইটির যে সকল নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে তারাও বক্তব্য রাখেন। যেমন: মো: নজরুল ইসলাম ভুইঁয়া, প্রকৌ: জাহাঙ্গীর আলম তুষার এবং মো: তারেক ইমতিয়াজ খাঁন প্রমুখ।

ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সদস্যগণ হলেন- (১) প্রেসিডেন্ট: অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন, (২) ভাইস-প্রেসিডেন্ট (অ্যাডমিন): সহযোগী অধ্যাপক রেজাউল করিম, (৩) ভাইস-প্রেসিডেন্ট (ফিন্যান্স): অধ্যাপক মো: আব্দুল বাছেত, (৪) ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক): জনাব জয়নাল আবেদীন, (৫) সেক্রেটারি জেনারেল: জনাব এলিন ববি, (৬) জয়েন্ট সেক্রেটারি (অ্যাডমিন): জনাব শরিফুল আনোয়ার, (৭) জয়েন্ট সেক্রেটারি (ফিন্যান্স): জনাব মোঃ জারাফাত ইসলাম, (৮) জয়েন্ট সেক্রেটারি (একাডেমিক): প্রকৌশলী মোঃ নাজমুল হুদা মাসুদ, এবং (৯) ট্রেজারার: জনাব মোঃ শাহরিয়ার হোসেন খান ফরহাদ।

এছাড়া নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ হলেন:- (১) মোঃ হাসিব সুলতান, (২) মোঃ মনিরুল ইসলাম (৩) মোঃ আসাদ-উজ-জামান (৪) মোঃ মেহেদী হাসান (৫) হাসান-আল-মনসুর (রাজীব) (৬) মোহাম্মদ হেদায়েতুল হাসান (৭) মো: ওমর সিদ্দিক (৮) মোঃ ওয়াহিদ মুরাদ (৯) প্রকৌ: মো: আলমগীর (১০) শেখ হুমায়ুন কবির (১১) নিমাই চন্দ্র মন্ডল (১২) খন্দকার মনোয়ার হোসেন (১৩) মু: আবু ফুয়াদ (১৪) মো: তানভিদুল ইসলাম (১৫) মো: মাহফুজ ইসলাম (১৬) মোঃ আমিনুল ইহসান (১৭) মো: মোজাহারুল ইসলাম (১৮) মোঃ রাশেদ আজাদ চৌধুরী (১৯) মোঃ মারুফ হোসেন (২০) অজয় কর (২১) এস, এম, সাজ্জাদ হোসেন (২২) মোহাম্মদ শফিউদ্দিন (২৩) প্রকৌশলী এস. এম. পারভেজ রানা (২৪) বায়েজীদ হাসান ভুইঁয়া (২৫) প্রকৌশলী সবুজ দাশ।

উল্রেখ্য যে, কম্পিউটার ও আইসিটি প্রফেশনালদের সর্ববৃহৎ এবং সবচেয়ে পুরাতন জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)। এই সংগঠনটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের নিবন্ধন নং- ১৬৩৮ (৫০)/৯৫। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়, ২৩ শহীদ মিনার রোড, কল্যাণপুর, ঢাকা। সংগঠনটি প্রতিষ্ঠাকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন অধ্যাপক ড. আব্দুল মতিন পাটোয়ারী এবং প্রয়াত অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধরী।

আপলোডকারীর তথ্য

বিসিএস নির্বাচনে ড. আরেফিন-ববী প্যানেলের নিরস্কুশ বিজয়

আপডেট সময় ০৮:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গত ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ইং রোজ শুক্রবার শের-ই-বাংলা নগর আদর্শ মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. শরীফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান খান জিহাদ নেতৃত্বাধীন ড. শরীফ -জিহাদ প্যানেল। অপর প্যানেলটি হলো ড. আরেফিন-ববী প্যানেল।

উক্ত নির্বাচনে ড. আরেফিন-ববী প্যানেল সবকটি পদে বিপুল ব্যাবধানে জয়ের মধ্যমে নিরস্কুশ বিজয় অর্জন করে। এই বিজয়ের জন্য ড. আরেফিন-ববী পক্ষ থেকে বিসিএস এর সম্মানীত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে নিয়ে কাজ করে নির্বাচনী ইশতেহার পরিপূর্ণ্যভাবে বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য বিসিএস এর প্রতিটি সদস্য যথাযথ অবদান রাখতে বদ্ধপরিকর বলে জানিয়ে যেকোন আইসিটি সংশ্লিষ্ট কার্য্যক্রমে বিসিএস এর প্রতিনিধি অন্তর্ভুক্তির জন্য নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ্যকে আহবান জানানো হয়। বিজয়ের পর স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত প্রেসিডেন্ট অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন, নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট (অ্যাডমিন): সহযোগী অধ্যাপক রেজাউল করিম, নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট (ফিন্যান্স): অধ্যাপক মো: আব্দুল বাছেত, নবনির্বাচিত ট্রেজারার: জনাব মোঃ শাহরিয়ার হোসেন খান ফরহাদ। নির্বাচনী কর্মকান্ডে এই প্যানেলের পক্ষে সোসাইটির যে সকল নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে তারাও বক্তব্য রাখেন। যেমন: মো: নজরুল ইসলাম ভুইঁয়া, প্রকৌ: জাহাঙ্গীর আলম তুষার এবং মো: তারেক ইমতিয়াজ খাঁন প্রমুখ।

ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সদস্যগণ হলেন- (১) প্রেসিডেন্ট: অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন, (২) ভাইস-প্রেসিডেন্ট (অ্যাডমিন): সহযোগী অধ্যাপক রেজাউল করিম, (৩) ভাইস-প্রেসিডেন্ট (ফিন্যান্স): অধ্যাপক মো: আব্দুল বাছেত, (৪) ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক): জনাব জয়নাল আবেদীন, (৫) সেক্রেটারি জেনারেল: জনাব এলিন ববি, (৬) জয়েন্ট সেক্রেটারি (অ্যাডমিন): জনাব শরিফুল আনোয়ার, (৭) জয়েন্ট সেক্রেটারি (ফিন্যান্স): জনাব মোঃ জারাফাত ইসলাম, (৮) জয়েন্ট সেক্রেটারি (একাডেমিক): প্রকৌশলী মোঃ নাজমুল হুদা মাসুদ, এবং (৯) ট্রেজারার: জনাব মোঃ শাহরিয়ার হোসেন খান ফরহাদ।

এছাড়া নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ হলেন:- (১) মোঃ হাসিব সুলতান, (২) মোঃ মনিরুল ইসলাম (৩) মোঃ আসাদ-উজ-জামান (৪) মোঃ মেহেদী হাসান (৫) হাসান-আল-মনসুর (রাজীব) (৬) মোহাম্মদ হেদায়েতুল হাসান (৭) মো: ওমর সিদ্দিক (৮) মোঃ ওয়াহিদ মুরাদ (৯) প্রকৌ: মো: আলমগীর (১০) শেখ হুমায়ুন কবির (১১) নিমাই চন্দ্র মন্ডল (১২) খন্দকার মনোয়ার হোসেন (১৩) মু: আবু ফুয়াদ (১৪) মো: তানভিদুল ইসলাম (১৫) মো: মাহফুজ ইসলাম (১৬) মোঃ আমিনুল ইহসান (১৭) মো: মোজাহারুল ইসলাম (১৮) মোঃ রাশেদ আজাদ চৌধুরী (১৯) মোঃ মারুফ হোসেন (২০) অজয় কর (২১) এস, এম, সাজ্জাদ হোসেন (২২) মোহাম্মদ শফিউদ্দিন (২৩) প্রকৌশলী এস. এম. পারভেজ রানা (২৪) বায়েজীদ হাসান ভুইঁয়া (২৫) প্রকৌশলী সবুজ দাশ।

উল্রেখ্য যে, কম্পিউটার ও আইসিটি প্রফেশনালদের সর্ববৃহৎ এবং সবচেয়ে পুরাতন জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)। এই সংগঠনটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের নিবন্ধন নং- ১৬৩৮ (৫০)/৯৫। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়, ২৩ শহীদ মিনার রোড, কল্যাণপুর, ঢাকা। সংগঠনটি প্রতিষ্ঠাকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন অধ্যাপক ড. আব্দুল মতিন পাটোয়ারী এবং প্রয়াত অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধরী।