ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গোল্ডেন বেবী কেয়ার একাডেমি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার ১৮ অক্টোবর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি (কি কে এস) বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ নাজমুল হাসান সরকার।
প্রধান মেহমান মোঃ নজরুল ইসলাম ভূইয়া (বাহার), মোসাঃ স্বপ্না চৌধুরী।
সভাপতিত্ব করেন দীর্ঘ ভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইমাম উদ্দিন আখন্দ। সার্বিক দায়িত্ব উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসাঃ রোজিনা আক্তার।
বিশষ অতিথি টাটেরা হাজী মাষ্টার রেহান উদ্দিন আখন্দ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আবদুল মুবিন আখন্দ, ব্রাহ্মণ পাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারন সম্পাদক এডভোকেট মোঃ আবদুল আলীম খান, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের সদস্য মোঃ আবদুল হান্নান মেম্বার, মোঃ জাকির হোসেন মেম্বার, সিনিয়র শিক্ষক মোহাম্মদ এমরান হোসেন, হাজী মোঃ নজরুল ইসলাম, হাজী মোঃ আইয়ুব খান পাঠান, বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা কামাল মানিক, হাজী আবুল হাসেম, মোঃ নূরুল ইসলাম মিস্ত্রি, মোঃ জামাতুল ইসলাম মাষ্টার, সার্বিক তত্ত্বাবধানে মোঃ সাইদুর রহমান হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.