
স্টাফ রিপোর্টার
গাজীপুরের ভাওয়ালে এশিয়া ছিন্নমূল ফাউন্ডেশনের ৩৫তম জন্মদিন উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম।
রোববার দুপুরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি করেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: দুলাল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: হযরত আলী, ভাওয়াল প্রেসক্লাব, মো: বাবু, আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মামুন, মো: রমজান মিয়া, মো: আলমগীর ওয়েছি, মো: জামাল আহমেদ খোকন, মো. মিজানুর রহমান, সুলতানা সরকার, মো: কামরুজ্জামান, কামরুজ্জামান সরকার, এস.এম আমজাদ হোসেন সোহেল, শাকিল হাওলাদার স্বাধীন, মো. হযরত আলী সহ অনেকে।
অনুষ্ঠানের সভাপতি বলেন, আমরা চাই ছিন্নমূল সাংবাদিকদের নিয়ে কিছু করতে। তাদের জন্য আমরা একটি প্রজেক্ট হাতে নিয়েছি। আমাদের এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের যারা সদস্য তারা যেকোনো সমস্যায় পড়লে আমরা তা সমাধান করার চেষ্টা করবো। এক সপ্তাহের মধ্যে আমি সংগঠনের সদস্যের হাতে তুলে দিবো প্রজেক্টের অংশ, আমাদের এই ফাউন্ডেশন শুধু বাংলাদেশে নয় এশিয়ার মধ্যে রয়েছে।
সকল জায়গায় আমাদের শাখা রয়েছে আমরা দ্রুতই সকল জেলার সমস্যা গুলো যারা এই সংগঠনের সদস্য রয়েছে তাদের জন্য আমরা এগিয়ে আসবো। সকল সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান।
প্রধান অতিথি মাজারুল ইসলাম বলেন সাংবাদিকের জন্য যে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন যে সিদ্ধান্ত নিয়েছে। তা দ্রুত বাস্তবায়ন করার আহবান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহ সুলতান আতিক। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।