
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় দুলাল মরল ৬০ নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের জঙ্গল বেষ্টিত গ্রাম্য রাস্তার পাশ থেকে সকালে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে সে বাজারে যায় পরে বাজার থেকে আসতে দেরি হলে খোঁজ নিতে গেলে মৃত অবস্থায় লাশটি পরে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়া হয়। পরিবারের দাবি দুলাল উদ্দিন কে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তিনি উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হুদা জানান, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।