মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পরও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেই মাদকের ভয়ঙ্কর ব্যবসা চলছে রাজধানীর মিরপুর ১১ নং বিহারী মিল্লাত কাম্পে। আর এ পেশা নিয়ন্ত্রণ করছে পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিয়া, আনোয়ারী, শাহনাজ, সোনিয়া, সায়মা, শাম্মী, জামিলাসহ মাদক সম্রাজ্ঞীরা ।
আর এদেরকে নিয়ন্ত্রণ করে, থানার পুলিশের এক শ্রেণির অসাধু সিন্ডিকেট।
অভিযোগ উঠেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গভীর সখ্যতা থাকায় ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা। প্রতিদিন মোটা অংকের টাকার বিনিময় নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে ব্যবসা এই তিন মাদক সম্রাজ্ঞীরা।
স্থানীয়রা বলছেন, মিরপুর ১১ নং বিহারী মিল্লাত কাম্পে সহ আশপাশের এলাকা থেকে মাদক নির্মূল করা না হলে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হবে। বাড়বে খুন-খারাবিসহ নানা ধরণের অপরাধ। তবে আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, মাদক নির্মূলে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে।
এ সম্পর্কে স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, মিল্লাত ক্যাম্পের মাদকের ডন আনোয়ারি। মাদক ও হিরোইন ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে যায় এই আনোয়ারি। একটা সিন্ডিকেটকে প্রতিমাসে মাসোয়ারা দিয়ে এই আনোয়ারি এই ব্যবসা পরিচালনা করছে।
তিনি আরো বলেন,এদের নামে পল্লবী থানায় একাদিক মামলা আছে এখনো তারা নির্বিঘ্নে মাদক ব্যবসা করে যাছে। এ ছাড়া এই মাদক থেকে মুক্তির জন্য তিনি প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.