মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
চান্দ্পুর ইউনিয়নের শেখের পাড়া গ্রামের পরিবার পরিকল্পনা অধিদপ্তর চাকরির নাম করে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়নের মোঃ আব্দুল আজিজুলের ছেলে মোঃ আজাদ (২৮) এর বিরুদ্ধে এমন অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী নারী।
সে গত কিছুদিন আগে চান্দ্পুর ইউনিয়নের শেখের পাড়া মোঃ সাইফুদ্দিনের মেয়ে কে বিয়ে করেন। সেই পরিচয়ে ওই এলাকার মোছাঃ মনু বেগম, মোছাঃ বেদেনা ও মোছাঃ জমিলাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরির দেয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
এছাড়াও চান্দ্পুর, কোনাপাড়া ও অন্যান্য গ্রাম থেকে চাকরি দেয়ার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন মোঃ আজাদ।
এই প্রতারক নিজ শাশুড়ি কাজ থেকে ও ৩৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। তার পরথেকে নিখোঁজ হয়ে যান মোঃ আজাদ, ভুক্তভোগী মোছাঃ রিনা বলেন, আজাদকে এই গ্রামে বেশ কিছুদিন না দেখতে পেয়ে আজাদের শাশুড়িকে বিষয়টি বলি।
পরে জানতে পারি প্রতারনা করেই আমজাদ বিয়ে করে।
কৌশলে তার শাশুড়ী মোবাইলে আমজাদকে খবর দিয়ে এনে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আটক করেন ভুক্তভোগীরা। পরে চান্দপুর ইউনিয়নের ইউপি সদস্য আবদুল আউয়াল মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হাতে তুলে দেন মোঃ আজাদ কে।