
কে এম ওমর ফারুক (মালদ্বীপ)
মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্তি ও নিবন্ধন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে পরামর্শমূলক এক আলোচনা সভার আয়োজন করেন, দেশটিতে বসবাসরত মুরাদনগর উপজেলার প্রবাসীদের পক্ষে মো. রাসেল ও মো. সজিব হোসেন।
বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো.খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী তাজ গ্রুপের চেয়ারম্যান কে’এম মজিবুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বিএনপি মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. হোসেন সুমন, মো. বাবুল হোসেন, এমরান হোসেন তালুকদার, মো. ফারুক হোসেন, মো. মোক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শরিফুল ইসলাম,যুগ্ম সম্পাদক মো. রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক অনিক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দেশটিতে বসবাসরত অনিবন্ধিত বাংলাদেশিদের দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সম্পন্ন করার আহ্বান জানান।পাশাপাশি বাংলাদেশ মিশনের দিকনির্দেশনা অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বিএনপি মালদ্বীপ শাখার পক্ষ থেকে নিরলস ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই পরামর্শমূলক সভার মধ্যদিয়ে মালদ্বীপে বসবাসরত লাখেরও অধিক প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণসহ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মত সংশ্লিষ্টদের।
মুক্তির লড়াই ডেস্ক : 


























