ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মিষ্টি প্রভাত

মিষ্টি প্রভাত
আব্দুস সাত্তার সুমন

প্রভাত মানে মিষ্টি হওয়া
মমিন উঠে ভোরে,
নামাজ কালাম পড়ে যারা
জিকির করে জোরে।

সুষম বাতাস বয়ে চলে
রহমতেরই ধারা,
সঠিক পথে আছেন যারা
কল্যাণ গামী তারা।

মুক্ত হাওয়ায় বাঁচবে শিশু
মানব সকল জাতি,
দোজাহানের মালিক তুমি
জ্বালাও সত্যের বাতি

সকাল হতে রাত্রি লগন
মগ্ন যারা কাজে,
সুযোগ মতো নামাজ পড়ে
সন্ধ্যা দুপুর সাজে।

বাড়াও তুমি ঈমান মোদের
অস্থির দুনিয়াতে,
ক্ষমা করো আমায় তুমি
ক্রন্দন গভীর রাতে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিষ্টি প্রভাত

আপডেট সময় ১২:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

মিষ্টি প্রভাত
আব্দুস সাত্তার সুমন

প্রভাত মানে মিষ্টি হওয়া
মমিন উঠে ভোরে,
নামাজ কালাম পড়ে যারা
জিকির করে জোরে।

সুষম বাতাস বয়ে চলে
রহমতেরই ধারা,
সঠিক পথে আছেন যারা
কল্যাণ গামী তারা।

মুক্ত হাওয়ায় বাঁচবে শিশু
মানব সকল জাতি,
দোজাহানের মালিক তুমি
জ্বালাও সত্যের বাতি

সকাল হতে রাত্রি লগন
মগ্ন যারা কাজে,
সুযোগ মতো নামাজ পড়ে
সন্ধ্যা দুপুর সাজে।

বাড়াও তুমি ঈমান মোদের
অস্থির দুনিয়াতে,
ক্ষমা করো আমায় তুমি
ক্রন্দন গভীর রাতে।