প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (শুক্রবার) সকালে ম্যাকাওয়ে, চীনের এই বিশেষ প্রশাসনিক অঞ্চলের নতুন প্রধান নির্বাহী ছেন হাও হুইয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের ষষ্ঠ প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ছেন হাও হুইকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট সি আশা প্রকাশ করে বলেন, প্রশাসক ছেন হাও হুই অব্যশই নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন; মহান আস্থার সাথে বেঁচে থাকবেন; ঐক্যবদ্ধ থাকবেন; নতুন এসএআর সরকার ও সমাজের সকল ক্ষেত্রকে নেতৃত্ব দেবেন; ‘এক দেশ, দুই ব্যবস্থা’, ‘ম্যাকাওবাসীর দ্বারা ম্যাকাও শাসন’ ও উচ্চ মাত্রার স্বায়ত্তশাসন নীতিমালা ব্যাপকভাবে, সঠিকভাবে ও অটলভাবে বাস্তবায়ন করবেন।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ও উন্নয়নের স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষা করতে হবে; অর্থনীতির বহুমুখী উন্নয়ন-প্রক্রিয়া ব্যাপকভাবে জোরদার করতে হবে; অব্যাহতভাবে জীবিকা ও কল্যাণ বাড়াতে হবে; এবং পুরোপুরিভাবে ম্যাকাওয়ের অনন্য অবস্থান ও সুবিধা কাজে লাগাতে হবে।
সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.