মোঃ রায়হান আলী, নওগাঁ
নওগাঁর রানীনগর উপজেলার ৩ নং গোনা ইউনিয়নের বরবড়িয়া বিজয়কান্দি গ্রামে প্পি সরদার(১৭) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সে ওই এলাকার মোঃ বারিক সরদার এর ছেলে।
জানা গেছে, বাড়ির কাজ নিয়ে ঝগড়া হলে বাপ্পি সরদার রাত ৯ টার দিকে ধানের গোলা ঘরে ঘুমাতে চলে যান।
সকালে ঘুম থেকে উঠে তার পিতা বারিক সরদার ধানের গোলা ঘরের জানালা দিয়ে দেখতে পান তার ছেলে বাপ্পি গলায় ফাঁসি দিয়ে ঝুলছে।
বারিক সরদার ধানের গোলা ঘরের দরজায় লাথি মেরে ভেঙ্গে ফেলে। বাপ্পির গলার দড়ি খুলে মাটিতে শুয়ে রাখেন। এরপর চিৎকার শুরু করলে গ্রামবাসী এসে দেখে তার ছেলে মৃত অবস্থায় শুয়ে আছে।
রানীনগর থানা কল্লোল তদন্ত অফিসার বাপ্পি কে পোষ্টমের্ডাম করার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেন।