রাকিবুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও দখলদারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সমাবেশ করেছে ভুলতা ইউনিয়ন যুবদল।
শুক্রবার বিকালে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরুর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্দুল জলিলসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে রূপগঞ্জে কোন ব্যবসায়ী সাংসদ গাজী ও তার পালিত বাহিনীদের চাদা না নিয়ে কোন ধরনের ব্যবসা বাণিজ্য, এমনকি কোন কাজ করতে পারেনি। দিলেই বিভিন্ন সময়ে মামলা, হামলার স্বীকার হতো ব্যবসায়ী ও সাধারন মানুষ।
এখন থেকে কেউ রূপগঞ্জে কোন চাঁদাবাজি, জমি দখল, লুটপাট, নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। যদি কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এমনকি বিএনপি’র যদি কেউ নৈরাজ্যের সাথে জড়িত থাকে তাদেরকেও কোন ছাড় দেয়া হবে না।