
নাহিদ জামান, খুলনা
রূপসায় শারদীয় দূর্গা পুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পন্নের লক্ষে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভা ২৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
রুপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম চক্রবর্তী, রূপসা সেনাবাহিনী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন. তানজিম বিন হাসান, রূপসা থানা অফিসার ইনচার্জ এনামুল হক, পল্লী বিদ্যুৎ অফিসের এ জি এম আব্দুর হালিম খান।
রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা লাবিবুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল হাফিজ শেখ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য লিটন বিশ্বাস খোকন, আইচগাতি ইউয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল বিশ্বাস, নৈহাটী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস শেখ, টিএসবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাফুর রহমান, ঘাটভোগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক জিএম আসাদুজ্জান, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. এনামুল হক, মডেল কেয়ার টেকার আব্দুস সালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব রায়চৌধুরী, প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সেন, নৈহাটি পূজা উদযাপন পরিষদের সভাপতি পিন্টু গোপাল দে, টিএসবি পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জু হালদার, সাধারণ সম্পাদক প্রবীর কুমার নন্দী প্রমুখ।
মুক্তির লড়াই ডেস্ক : 


























