
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টায় দুই মন্দিরে চুরি। শ্রীশ্রী দক্ষীনেশ্বরী কালী মন্দির ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির দুটিতে এই চুরির ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৮ টার পর অথবা বৃহস্পতিবার ভোর ৫ টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
এব্যাপারে গতকাল বিকালে অজ্ঞাতনামা চোরদের আসামী করে সরাইল থানায় একটি এজাহার দায়ের করেছে মন্দির কমিটির সাধারন সম্পাদক কালীপদ দেব গুপ্ত।
এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টায় মন্দিরের সেবায়েত প্রনতী চক্রবর্ত্তী পূজা শেষ করে মন্দিরের গেইটে তালা দিয়ে বাড়ি চলে যান, নিত্যদিনের মতই পরদিন ভোরে যখন মন্দিরে পূজা দেয়ার জন্য আসেন তখনই চোখে পরে গেইটের তালা ভাঙ্গা ও সবকিছু ছড়ানো ছিটানো অবস্থায়। গেইটও খোলা,তাতেই সেবায়েত আর্তচিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন এসে জড়ো হয়।
পরে দেখা যায়, কালীমাতা ও লোকনাথ ব্রহ্মচারীর গায়ে থাকা স্বর্ণালঙ্কার ও তামা কাঁসার আসবাবপত্রসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুন্টার ইউপি চেয়ারম্যন, সরাইল থানা পুলিশ ও হিন্দু নেতৃবৃন্দ।
এই বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহাগ রানা বলেন, মন্দির কমিটির একটি অভিযোগ পেয়েছি, তদ্ন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 























