দীপক কুমার দেব নাথ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক। এ নিয়ে তিনি টানা দ্বিতীয়বারের মতো উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য ক্রেস্ট তুলে দেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মেজবাহ উল আলম ভূঁইয়া।
জানা গেছে, ২০২২ সালেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছিলেন। টানা দ্বিতীয়বারের মতো সরাইল উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক - ২০২৪ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
ক্রেস্ট প্রদানের সময় উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার ইতি আক্তার প্রমুখ।
এই কৃতিত্বপূর্ণ সম্মান অর্জনের জন্য কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় এর ব্যবস্থাপনা কমিটি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.