৭ বারের সাবেক এমপি দবিরুল ইসলামের জামিন নামঞ্জুর
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালতের বিচারক।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের আদালতে তোলা হলে এ আদেশ দেন। তিনি হত্যা, হুমকি, চাঁদাবাজী, জমিদখলসহ বিভিন্ন অভিযোগের মামলার প্রধান আসামী।
উল্লেখ্য, সেই অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর আজ আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে সাবেক এমপি দবিরুল ইসলামকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
সাবেক এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার অভিযোগে দুটি মামলা রয়েছে। এই দুটি মামলার প্রধান আসামি তিনি।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীব জানান, তিনি একজন অনির্বাচিত এমপি ছিলেন। যা জাতির জন্য লজ্জাজনক।সে হত্যার হুমকি দাতা, চাঁদাবাজি, জমিদখলসহ বিভিন্ন অভিযোগের মামলার প্রধান আসামী। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.