এম তাজুল ইসলাম তারেক, স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ছাতক উপজেলায় গোবিন্দগঞ্জ পয়েন্টে বুধবার ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ১২১তম সেলস্ সেন্টার উদ্বোধন করা হয়েছে।
উক্ত সেলস্ সেন্টার উদ্বোধন করেন জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাক্তার মো. রফিকুল ইসলাম। ব্র্যাক জেলা সমন্বয়ক এ কে আজাদের সঞ্চালনায় উক্ত উদ্ভোদনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ শওকত আলী, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ ও উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা: ইমান আল হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম, রিজিওনাল সেলস ম্যানেজার ও এরিয়া সেলস ম্যানেজার শহীদুল ইসলাম প্রমূখ।
উক্ত সেলস সেন্টারের মাধ্যমে ছাতক, দোয়ারা বাজার এবং বিশ্বনাথ উপজেলার ব্র্যাক এ আই এস পি গন অল্প সময় এবং অল্প খরচে তাদের চাহিদা অনুযায়ী সিমেন এবং নাইট্রোজেন নেয়ার সুযোগ পাবে সেই সাথে সংশ্লিষ্ট এলাকার খামারিগনও দ্রুত এবং অপেক্ষাকৃত অল্প খরচে সেবা পাবেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, সরকারি সংস্থার পাশাপাশি বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং প্রাণী সম্পদ উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।