মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার লাকসামে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির পক্ষে লাকসাম উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ, শিক্ষা প্রতিষ্ঠান ও দলীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
১৬ডিসেম্বর লাকসাম উপজেলা পরিষদ চত্তরে শহীদ মিনারে ভোর ৬টা ৩০ মিনিটে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় ৫১তম বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে পুলিশ বাহিনীর একটি চৌকস দল। পর্যায়ক্রমে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন, সরকারি-বেসরকারি দফতর, সাধারণ মানুষের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইউনুস ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন, পৌর মেয়র অধ্যাপক মো, আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, বীরমুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা, পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট মো. রফিকুল ইসলাম হিরা, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাশ, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল করিম, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম প্রমূখ।
এদিকে, অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথি মাঠ পরিদর্শন করেন। পরে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অপরদিকে, ওই দিন দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
সংবাদ শিরোনাম
লাকসামে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ১১:৫৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- ২০৫ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ