ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় বৃদ্ধাশ্রম ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ

নাহিদ জামান, খুলনা

খুলনায় শীকদার সীডস এর উদ্যোগে ২৩ মার্চ স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের খুলনা বিভাগীয় জোনাল ম্যানেজার মোবারক শাহ এর নির্দেশে খুলনার একটি বৃদ্ধাশ্রম ও নগরীর গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা রূপসা ঘাট, রূপসার ট্রাফিক মোড়, টুটপাড়া কবরস্থান মোড়, খুলনা রেলস্টেশন এলাকার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় আশেপাশের অসংখ্য পথচারী, কর্মজীবী, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিরা ইফতার সংগ্রহ করেন।
ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শীকদার সীডস এর সিইও মুহাম্মদ মহাসিন শীকদার ও স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের রূপসা শাখার ম্যানেজার সজিবুজ্জামান সজীব, ইফতার বিতরণের সময় মহাসিন শীকদার বলেন, খুলনা শহরে ভাসমান অসংখ্য মানুষ, যাদের বেশিরভাগই প্রায় সবরকম সুযোগ সুবিধা থেক বঞ্চিত। অন্যদিকে অফিস, কল কারখানায় কাজ শেষে ইফতারের পূর্বে বা সময়ে বাসায় ফেরার পথে কর্মজীবীরা ট্রাফিক জ্যাম ও সময়ের অভাবে রাস্তায় ইফতার করতে বাধ্য হন বা না খেয়েই বাসায় যান। এরকম ভাসমান পথচারী ও কর্মজীবী মানুষের কথা চিন্তা করে ইফতার বিতরণ কার্যক্রম করেছি।

স্থানীয় স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীমলাইট এর প্রতিষ্ঠাতা পরিচালক এফ এম বুরহান, ড্রিমলাইট এর ভারপ্রাপ্ত আহবায়ক শেখ মুহাম্মদ আব্দুল কাদের। স্বেচ্ছাসেবীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুবাশ্বির, মাহমুদ, হাসিবুর রহমান, আব্দুল্লাহ, হাফেজ হুজাইফা, নুসরাত জাহান প্রমূখ।

আপলোডকারীর তথ্য

খুলনায় বৃদ্ধাশ্রম ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ

আপডেট সময় ১০:৪৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

নাহিদ জামান, খুলনা

খুলনায় শীকদার সীডস এর উদ্যোগে ২৩ মার্চ স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের খুলনা বিভাগীয় জোনাল ম্যানেজার মোবারক শাহ এর নির্দেশে খুলনার একটি বৃদ্ধাশ্রম ও নগরীর গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা রূপসা ঘাট, রূপসার ট্রাফিক মোড়, টুটপাড়া কবরস্থান মোড়, খুলনা রেলস্টেশন এলাকার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় আশেপাশের অসংখ্য পথচারী, কর্মজীবী, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিরা ইফতার সংগ্রহ করেন।
ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শীকদার সীডস এর সিইও মুহাম্মদ মহাসিন শীকদার ও স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের রূপসা শাখার ম্যানেজার সজিবুজ্জামান সজীব, ইফতার বিতরণের সময় মহাসিন শীকদার বলেন, খুলনা শহরে ভাসমান অসংখ্য মানুষ, যাদের বেশিরভাগই প্রায় সবরকম সুযোগ সুবিধা থেক বঞ্চিত। অন্যদিকে অফিস, কল কারখানায় কাজ শেষে ইফতারের পূর্বে বা সময়ে বাসায় ফেরার পথে কর্মজীবীরা ট্রাফিক জ্যাম ও সময়ের অভাবে রাস্তায় ইফতার করতে বাধ্য হন বা না খেয়েই বাসায় যান। এরকম ভাসমান পথচারী ও কর্মজীবী মানুষের কথা চিন্তা করে ইফতার বিতরণ কার্যক্রম করেছি।

স্থানীয় স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীমলাইট এর প্রতিষ্ঠাতা পরিচালক এফ এম বুরহান, ড্রিমলাইট এর ভারপ্রাপ্ত আহবায়ক শেখ মুহাম্মদ আব্দুল কাদের। স্বেচ্ছাসেবীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুবাশ্বির, মাহমুদ, হাসিবুর রহমান, আব্দুল্লাহ, হাফেজ হুজাইফা, নুসরাত জাহান প্রমূখ।