ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গলাচিপায় ডায়রিয়ায় দুইজনের মৃত Logo প্রেমের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে প্রতারণা : নারী সহ আটক ৭ Logo বরুড়ার বিএনপির কারা নির্যাতিত ৩০ নেতা কর্মীকে সংবর্ধনা Logo জনগণের কাছ থেকে ভালবাসা দিয়ে ভোট আনতে হবে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী Logo কীটনাশক প্রয়োগে ৩ একর জমির ধান নষ্টের অভিযোগ Logo সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিখ্যাত অধিকার কর্মী নয়ন বাংগালির মা বিএনপি নেত্রী মেহেরুন্নেসা হককে দেখতে হাসপাতালে এবি পার্টির নেতৃবৃন্দ Logo কুয়াংতোং প্রদেশের আহতদের উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান Logo কদমতলীতে মাইক্রোবাস সহ তিন চোর আটক Logo আইপি টিভি মুভি বাংলার সিভিল টিমের নামে দেশজুড়ে চাঁদাবাজি Logo সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়া জরুরী

চীনা ভাষা ও শিল্পের আকর্ষণ অনুভব করছি: তাতিয়ানা ভালোভায়া

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চতুর্থ চীনা ভাষা ভিডিও ফেস্টিভাল ২৩ এপ্রিল জাতিসংঘের জেনিভা কার্যালয়ের প্যালেস অব ন্যাশন্স-এ আয়োজিত হয়। সিএমজি, জাতিসংঘের জেনিভা কার্যালয়, জাতিসংঘের জেনিভা কার্যালয়ে চীনের স্থায়ী কার্যালয়, এবং সুইজার‍ল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদলের যৌথ উদ্যোগে এ ফেস্টিভাল আয়োজিত হয়।

চীনের উপ-প্রচারমন্ত্রী ও সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়ুং এ উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও-বার্তায় বলেন,আমরা চলতি বছর চীনা ভাষা ভিডিও ফেস্টিভালের থিম ঠিক করেছি ‘যৌবন’ এবং বিশ্বজুড়ে চীনা সংস্কৃতিকে ভালোবাসে এমন বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছি। আমরা ভিডিওকে একটি মাধ্যম হিসাবে ব্যবহার করবো, সংস্কৃতিকে সেতু হিসেবে; প্রাণবন্ত তারুণ্য ও বহু সংস্কৃতির অসীম আকর্ষণকে ফোকাস করবো, ভাষা ও ভিডিও-র মাধ্যমে যোগাযোগের সেতু তৈরি করবো। আশা করা যায়, এই অনুষ্ঠানের মাধ্যমে আরও বেশি বিদেশী তরুণ-তরুণী চীনে আসবেন এবং নতুন যুগের সত্যিকারের, ত্রিমাত্রিক ও সার্বিক চীনকে উপলব্ধি করতে পারবেন।”

জাতিসংঘের জেনিভা কার্যালয়ের মহাপরিচালক তাতিয়ানা ভালোভায়া অনুষ্ঠানে বলেন, “আজ সবাই এখানে মিলিত হয়ে যৌথভাবে বিশ্ব সংস্কৃতির সমৃদ্ধি ও বৈচিত্র্য উপভোগ করছি। ভাষা শুধু বিনিময়ের পদ্ধতি নয়, বরং তা জ্ঞান ছড়িয়ে দেয়া ও মানুষে মানুষে সংযোগ সৃষ্টির সেতুও বটে। চলতি বছরের অনুষ্ঠানের থিম জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। আজ, আমরা আবারও, চীনা ভাষা ও শিল্পের আকর্ষণ অনুভব করছি।”

জাতিসংঘের জেনিভা কার্যালয়ে চীনের স্থায়ী কার্যালয় ও সুইজার‍ল্যান্ডে অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনা প্রতিনিধি ছেন সুই অনুষ্ঠানে বলেন, “আমাদের সমান, সহনশীল ও বন্ধুত্বপূর্ণ দৃষ্টিকোণ থেকে ভিন্ন সভ্যতাকে দেখতে হবে; বিভিন্ন সভ্যতার মধ্যে সুষম সহাবস্থান ত্বরান্বিত করতে হবে। আশা করি, এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই চীনা সংস্কৃতির আকর্ষণ অনুভব করতে পারবেন, সংস্কৃতির মাধ্যমে উপলব্ধি ও বিনিময় ত্বরান্বিত করবেন, এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ায় আরও বেশি যৌবনের বুদ্ধি যোগাতে সক্ষম হবেন।”
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

গলাচিপায় ডায়রিয়ায় দুইজনের মৃত

চীনা ভাষা ও শিল্পের আকর্ষণ অনুভব করছি: তাতিয়ানা ভালোভায়া

আপডেট সময় ০৯:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চতুর্থ চীনা ভাষা ভিডিও ফেস্টিভাল ২৩ এপ্রিল জাতিসংঘের জেনিভা কার্যালয়ের প্যালেস অব ন্যাশন্স-এ আয়োজিত হয়। সিএমজি, জাতিসংঘের জেনিভা কার্যালয়, জাতিসংঘের জেনিভা কার্যালয়ে চীনের স্থায়ী কার্যালয়, এবং সুইজার‍ল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদলের যৌথ উদ্যোগে এ ফেস্টিভাল আয়োজিত হয়।

চীনের উপ-প্রচারমন্ত্রী ও সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়ুং এ উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও-বার্তায় বলেন,আমরা চলতি বছর চীনা ভাষা ভিডিও ফেস্টিভালের থিম ঠিক করেছি ‘যৌবন’ এবং বিশ্বজুড়ে চীনা সংস্কৃতিকে ভালোবাসে এমন বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছি। আমরা ভিডিওকে একটি মাধ্যম হিসাবে ব্যবহার করবো, সংস্কৃতিকে সেতু হিসেবে; প্রাণবন্ত তারুণ্য ও বহু সংস্কৃতির অসীম আকর্ষণকে ফোকাস করবো, ভাষা ও ভিডিও-র মাধ্যমে যোগাযোগের সেতু তৈরি করবো। আশা করা যায়, এই অনুষ্ঠানের মাধ্যমে আরও বেশি বিদেশী তরুণ-তরুণী চীনে আসবেন এবং নতুন যুগের সত্যিকারের, ত্রিমাত্রিক ও সার্বিক চীনকে উপলব্ধি করতে পারবেন।”

জাতিসংঘের জেনিভা কার্যালয়ের মহাপরিচালক তাতিয়ানা ভালোভায়া অনুষ্ঠানে বলেন, “আজ সবাই এখানে মিলিত হয়ে যৌথভাবে বিশ্ব সংস্কৃতির সমৃদ্ধি ও বৈচিত্র্য উপভোগ করছি। ভাষা শুধু বিনিময়ের পদ্ধতি নয়, বরং তা জ্ঞান ছড়িয়ে দেয়া ও মানুষে মানুষে সংযোগ সৃষ্টির সেতুও বটে। চলতি বছরের অনুষ্ঠানের থিম জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। আজ, আমরা আবারও, চীনা ভাষা ও শিল্পের আকর্ষণ অনুভব করছি।”

জাতিসংঘের জেনিভা কার্যালয়ে চীনের স্থায়ী কার্যালয় ও সুইজার‍ল্যান্ডে অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনা প্রতিনিধি ছেন সুই অনুষ্ঠানে বলেন, “আমাদের সমান, সহনশীল ও বন্ধুত্বপূর্ণ দৃষ্টিকোণ থেকে ভিন্ন সভ্যতাকে দেখতে হবে; বিভিন্ন সভ্যতার মধ্যে সুষম সহাবস্থান ত্বরান্বিত করতে হবে। আশা করি, এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই চীনা সংস্কৃতির আকর্ষণ অনুভব করতে পারবেন, সংস্কৃতির মাধ্যমে উপলব্ধি ও বিনিময় ত্বরান্বিত করবেন, এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ায় আরও বেশি যৌবনের বুদ্ধি যোগাতে সক্ষম হবেন।”
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।