ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠির ডহরশংকর গ্রামে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

xr:d:DAGB8FN3l-k:8,j:8793702672768331781,t:24041005

মোঃ জাহিদ, ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের (নাপিতের হাট বাজার) এলাকায় (বুধবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

জানা গেছে আজ বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা।

মূলত বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামের অর্ধশত পরিবারে ঈদ উদযাপিত হয়ে থাকে। এই ঈদ জামাতে ইমামতি করেন মো. নুরুল ইসলাম।

স্থানীয়রা জানান, মঠবাড়ি ইউনিয়নের ডহসংকর গ্রামের কিছু মুসল্লি তাদের পূর্ব পুরুষ থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখেই পবিত্র ঈদুল ফিতর পালন করে আসছেন। বর্তমানে ওই গ্রামের প্রায় অর্ধশত পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।

জানা গেছে, ২০১১ সাল থেকে এ উপজেলার ডহরশংকর গ্রামের প্রায় ৪০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছেন। প্রতি বছর ঈদুল ফিতরের নামাজে প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পুরুষের পাশাপাশি পর্দার ভিতরে থেকে নারীরা একই জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে তারা কোলাকুলি করেন।

দারুস সুন্নাহ মসজিদের মুসল্লি আব্দুল্লাহ আল-রাব্বি বলেন, আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করি।

দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার জানান, ২০১১ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছি। এতে অনেক বাধা আসে। তবে বর্তমানে আর কোনো বাধা নেই। আগামীকাল সকাল ৮টায় আমরা ঈদের নামাজ আদায় করবো।

দারুস সুন্নাহ জামে মসজিদের ইমাম মো. নুরুল ইসলাম জানান, সৌদির সঙ্গে মিল রেখে আজ চাঁদরাত ও কাল ঈদের নামাজ আদায় করা হবে। আমরা নতুন চাঁদ ওঠার সংবাদ পেয়ে রোজা রাখি ও ঈদের নামাজ আদায় করি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির ডহরশংকর গ্রামে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

আপডেট সময় ১১:৪৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪

মোঃ জাহিদ, ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের (নাপিতের হাট বাজার) এলাকায় (বুধবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

জানা গেছে আজ বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা।

মূলত বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামের অর্ধশত পরিবারে ঈদ উদযাপিত হয়ে থাকে। এই ঈদ জামাতে ইমামতি করেন মো. নুরুল ইসলাম।

স্থানীয়রা জানান, মঠবাড়ি ইউনিয়নের ডহসংকর গ্রামের কিছু মুসল্লি তাদের পূর্ব পুরুষ থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখেই পবিত্র ঈদুল ফিতর পালন করে আসছেন। বর্তমানে ওই গ্রামের প্রায় অর্ধশত পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।

জানা গেছে, ২০১১ সাল থেকে এ উপজেলার ডহরশংকর গ্রামের প্রায় ৪০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছেন। প্রতি বছর ঈদুল ফিতরের নামাজে প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পুরুষের পাশাপাশি পর্দার ভিতরে থেকে নারীরা একই জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে তারা কোলাকুলি করেন।

দারুস সুন্নাহ মসজিদের মুসল্লি আব্দুল্লাহ আল-রাব্বি বলেন, আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করি।

দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার জানান, ২০১১ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছি। এতে অনেক বাধা আসে। তবে বর্তমানে আর কোনো বাধা নেই। আগামীকাল সকাল ৮টায় আমরা ঈদের নামাজ আদায় করবো।

দারুস সুন্নাহ জামে মসজিদের ইমাম মো. নুরুল ইসলাম জানান, সৌদির সঙ্গে মিল রেখে আজ চাঁদরাত ও কাল ঈদের নামাজ আদায় করা হবে। আমরা নতুন চাঁদ ওঠার সংবাদ পেয়ে রোজা রাখি ও ঈদের নামাজ আদায় করি।