ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মৃত্যুর পরে

মৃত্যুর পরে
মোহাঃ জাহাঙ্গীর আলম

দেখতে দেখতে কত মানুষ
যাচ্ছে রে ভাই মরে।
একদিন সবাই চলে যাবে
কেউ থাকবে না ঘরে।
আজকে তুমি কালকে আমি
এমনি করে সবাই।
মরতে হবে সবাইকে ভাই
বাঁচার উপায় নাই।
আজরাইল আসে ধরবে যখন
করবে রুহু কবজ।
মৃত্যু হবে সাথে সাথে
কঠিন অথবা সহজ
এই দুনিয়ায় দেখাচ্ছি কেন
এত ক্ষমতার বড়াই?
মৃত্যুর ক্ষমতা আরো বেশি
বোঝা উচিত সবাই।
অনেক বড় ক্ষমতাধরেরাও
মৃত্যুতে মেনেছে হার।
কোথায় তাদের লোভ হিংসা
কোথায় অহংকার?
আজরাইল এসে ধরেছে যখন
হয়েছে তাদের মরন।
সকল জীবকে করতে হবে
মৃত্যুর স্বাদ গ্রহণ।
সকল জীবকে মরতে হবে
আল্লাহর হুকুম হলে।
এই দুনিয়ায় থাকবো না কেউ
যাবো একদিন চলে।
বেঁচে থাকি যদি এই দুনিয়াতে
কোরআন-হাদিস মত।
আল্লাহ ছাড়া কারো কাছে
করবো না মাথা নত।
আল্লাহর ইবাদত করি
আমরা আল্লাহর সাহায্য চাই।
আল্লাহ একমাত্র ইলহ আমাদের
অন্য কেহ নাই।
কোরআন হাদিস মত চললে আমাদের
থাকবে না কোন ভয়।
মৃত্যুর পরে কবরে আখেরাতে
হবে আমাদের জয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও বিডব্লিউএবি মধ্যে সমঝোতা স্মারক সই

মৃত্যুর পরে

আপডেট সময় ০৯:৫৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মৃত্যুর পরে
মোহাঃ জাহাঙ্গীর আলম

দেখতে দেখতে কত মানুষ
যাচ্ছে রে ভাই মরে।
একদিন সবাই চলে যাবে
কেউ থাকবে না ঘরে।
আজকে তুমি কালকে আমি
এমনি করে সবাই।
মরতে হবে সবাইকে ভাই
বাঁচার উপায় নাই।
আজরাইল আসে ধরবে যখন
করবে রুহু কবজ।
মৃত্যু হবে সাথে সাথে
কঠিন অথবা সহজ
এই দুনিয়ায় দেখাচ্ছি কেন
এত ক্ষমতার বড়াই?
মৃত্যুর ক্ষমতা আরো বেশি
বোঝা উচিত সবাই।
অনেক বড় ক্ষমতাধরেরাও
মৃত্যুতে মেনেছে হার।
কোথায় তাদের লোভ হিংসা
কোথায় অহংকার?
আজরাইল এসে ধরেছে যখন
হয়েছে তাদের মরন।
সকল জীবকে করতে হবে
মৃত্যুর স্বাদ গ্রহণ।
সকল জীবকে মরতে হবে
আল্লাহর হুকুম হলে।
এই দুনিয়ায় থাকবো না কেউ
যাবো একদিন চলে।
বেঁচে থাকি যদি এই দুনিয়াতে
কোরআন-হাদিস মত।
আল্লাহ ছাড়া কারো কাছে
করবো না মাথা নত।
আল্লাহর ইবাদত করি
আমরা আল্লাহর সাহায্য চাই।
আল্লাহ একমাত্র ইলহ আমাদের
অন্য কেহ নাই।
কোরআন হাদিস মত চললে আমাদের
থাকবে না কোন ভয়।
মৃত্যুর পরে কবরে আখেরাতে
হবে আমাদের জয়।