ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে ধান শুকনোর মাঠ দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫০ আটক ২০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর মাঠ (খলা) দখল নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে আটককৃতদের পরিচয় জানা সম্ভব হয় নি

পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কাঞ্চন গ্রুপ ও জিয়াউল আমিন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে কাঞ্চন গ্রুপের আব্দুল মান্নান মিয়ার সঙ্গে জিয়াউল আমিন গ্রুপের রশিদ মিয়ার ধান শুকানোর মাঠ (খলা) দখল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পাঁচ পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৫০জন আহত হয়েছে। আহতদের পার্শ্ববর্তী জেলার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ও স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। অন্যান্যদের বিরুদ্ধে অভিযান চলছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে।

আপলোডকারীর তথ্য

সরাইলে ধান শুকনোর মাঠ দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫০ আটক ২০

আপডেট সময় ০৪:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর মাঠ (খলা) দখল নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে আটককৃতদের পরিচয় জানা সম্ভব হয় নি

পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কাঞ্চন গ্রুপ ও জিয়াউল আমিন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে কাঞ্চন গ্রুপের আব্দুল মান্নান মিয়ার সঙ্গে জিয়াউল আমিন গ্রুপের রশিদ মিয়ার ধান শুকানোর মাঠ (খলা) দখল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পাঁচ পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৫০জন আহত হয়েছে। আহতদের পার্শ্ববর্তী জেলার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ও স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। অন্যান্যদের বিরুদ্ধে অভিযান চলছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে।