তরুণ প্রজন্মের প্রতিভাবান সংগীতশিল্পী ফারজানা ইয়াসমিন সিলভিয়া। তিনি জানান;নতুন বছরের নতুন নতুন গান নিয়ে ভাবনা চিন্তা করছি। অলরেডি আরেকটি নতুন মুভির গান অলমোস্ট তৈরি করা হয়ে গেছে। মৌলিক গানের প্রতি প্রচন্ড ঝোঁক এসেছে। সঙ্গে পুরনো দিনের গানের প্রতি ভালো লাগা তো থাকবেই। গেল বছরে স্টেজ প্রোগ্রাম অনেক করা হয়েছে। বিভিন্ন ক্লাবে ঢাকা বিভিন্ন সংগঠনের সাথে। সর্বোপরি নিজের শ্রোতার আসরে।ব্যক্তিগতভাবে গান নিয়ে ব্যস্ত থাকতেই আমি ভালোবাসি। যখন গানে থাকি না তখনও কাজের সাথে গুনগুন করে গান করি। আর যেহেতু মৌলিক গান নিয়ে ভাবছি তাই আরও বেশি মনোযোগী হতে হচ্ছে। সকলের কাছ থেকে দোয়া চাইছি যেন মানুষের মনে গান গেয়ে কিছুটা ভালোবাসা আদায় করতে পারি।