২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
স্টাফ রিপোর্টার
বিদায়ী ২০২৫ সালে দেশে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ হাজার ১১১ জন এবং আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন। রোববার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সংগঠনটির তথ্যমতে, একই বছরে রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। নৌ দুর্ঘটনায় প্রাণ গেছে ১৫৮ জনের। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৭ হাজার ৩৬৯টি দুর্ঘটনায় নিহত ৯ হাজার ৭৫৪ জন এবং আহত ১৫ হাজার ৯৬ জন।
https://youtu.be/o98Ohreos_I?si=IZLbJWNv7pxDtPXh
২০২৫ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ হাজার ৯৮৩ জন, যা মোট সড়ক দুর্ঘটনার বড় অংশ। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সড়ক দুর্ঘটনা ৬.৯৪ শতাংশ এবং প্রাণহানি ৫.৭৯ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ৬০ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। দুর্ঘটনা কমাতে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা ও উন্নত গণপরিবহনের অঙ্গীকার থাকা জরুরি।
সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন