ঢাকা   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

শাহরাস্তিতে সড়কে ঝরলো বৃদ্ধের প্রাণ



শাহরাস্তিতে সড়কে ঝরলো বৃদ্ধের প্রাণ

চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ মৃধা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ওই স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন চাঁদপুর সদরের উত্তর আশিকাটি গ্রামের বাহরী মালের পুত্র মো. নুরুজ্জামান মাল (৮০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া অনুসারে নিহতের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান। 




আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬


শাহরাস্তিতে সড়কে ঝরলো বৃদ্ধের প্রাণ

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ মৃধা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ওই স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন চাঁদপুর সদরের উত্তর আশিকাটি গ্রামের বাহরী মালের পুত্র মো. নুরুজ্জামান মাল (৮০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া অনুসারে নিহতের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান। 





মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত