ঢাকা   শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

লংমার্চ রকেট সিরিজের ৬২৪তম মিশন সম্পন্ন করল চীন



লংমার্চ রকেট সিরিজের ৬২৪তম মিশন সম্পন্ন করল চীন

চীন ১৩ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১০টা ১৬ মিনিটে, থাইউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লংমার্চ-৬ রকেটের একটি পরিবর্তিত সংস্করণের সাহায্যে, ইয়াওকান-৫০ ০১ নামের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট মহাকাশে পাঠায়। স্যাটেলাইটটি নির্দিষ্ট সময় পর মহাকাশের পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। 


ইয়াওকান-৫০ ০১ স্যাটেলাইটটি প্রধানত জাতীয় ভূমি জরিপ, ফসলের ফলন অনুমান এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের কাজে ব্যবহৃত হবে। 


এটি ছিল লংমার্চ রকেট সিরিজের ৬২৪তম ফ্লাইট মিশন এবং ২০২৬ সালে চীনের প্রথম সফল কক্ষপথীয় উৎক্ষেপণ। 


সূত্র:প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


লংমার্চ রকেট সিরিজের ৬২৪তম মিশন সম্পন্ন করল চীন

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

চীন ১৩ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১০টা ১৬ মিনিটে, থাইউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লংমার্চ-৬ রকেটের একটি পরিবর্তিত সংস্করণের সাহায্যে, ইয়াওকান-৫০ ০১ নামের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট মহাকাশে পাঠায়। স্যাটেলাইটটি নির্দিষ্ট সময় পর মহাকাশের পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। 


ইয়াওকান-৫০ ০১ স্যাটেলাইটটি প্রধানত জাতীয় ভূমি জরিপ, ফসলের ফলন অনুমান এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের কাজে ব্যবহৃত হবে। 


এটি ছিল লংমার্চ রকেট সিরিজের ৬২৪তম ফ্লাইট মিশন এবং ২০২৬ সালে চীনের প্রথম সফল কক্ষপথীয় উৎক্ষেপণ। 


সূত্র:প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।


মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত