ঢাকা   শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

২৬৮ আসনে একক নির্বাচনের প্রস্তুতি

১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের



১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীসহ আসন সমঝোতায় থাকা ১১ দলীয় জোটে আর থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে দলটি জানিয়েছে, ৩০০ আসনের মধ্যে ২৬৮টি আসনে তারা এককভাবে নির্বাচনে অংশ নেবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে শক্তিশালী হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিকভাবে আরও দৃঢ় অবস্থানে রয়েছে। তাঁর ভাষায়, “শরীয়াহ আইন বাস্তবায়ন করবে না বলে জামায়াতের আমির যে ঘোষণা দিয়েছেন, তা অত্যন্ত হতাশাজনক। আল্লাহর আইন থেকে সরে গিয়ে কোনো ইসলামী রাজনীতি গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও অভিযোগ করেন, জামায়াত আমির খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের শরীয়াহ আইন বাস্তবায়ন না করার বিষয়ে আশ্বস্ত করেছেন—যা ইসলামী আদর্শ থেকে বিচ্যুতির প্রমাণ।


নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে গাজী আতাউর রহমান জানান, বৈধ প্রার্থী হিসেবে যাদের মনোনয়ন চূড়ান্ত হয়েছে, তারা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, “২৬৮টি আসনে আমরা এককভাবে নির্বাচন করব। এ বিষয়ে কোনো দ্বিধা নেই।”

১১ দলীয় জোট থেকে সরে আসার ব্যাখ্যায় তিনি বলেন, “ওয়ানবক্স পলিসি ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। ১১ দলীয় জোটের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, তা অর্জিত হয়নি। ইনসাফের প্রশ্নে আমরা বারবার বৈষম্য ও বৈরিতার শিকার হয়েছি।”

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত মানবসৃষ্ট আইনের ওপর আস্থা রাখে না। দলটির রাজনীতির মূল ভিত্তি হলো শরীয়াহ আইন বাস্তবায়ন। এ আদর্শ থেকে কোনোভাবেই সরে আসা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।


এই ঘোষণার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামপন্থী রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণের ইঙ্গিত মিলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীসহ আসন সমঝোতায় থাকা ১১ দলীয় জোটে আর থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে দলটি জানিয়েছে, ৩০০ আসনের মধ্যে ২৬৮টি আসনে তারা এককভাবে নির্বাচনে অংশ নেবে।


শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে শক্তিশালী হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিকভাবে আরও দৃঢ় অবস্থানে রয়েছে। তাঁর ভাষায়, “শরীয়াহ আইন বাস্তবায়ন করবে না বলে জামায়াতের আমির যে ঘোষণা দিয়েছেন, তা অত্যন্ত হতাশাজনক। আল্লাহর আইন থেকে সরে গিয়ে কোনো ইসলামী রাজনীতি গ্রহণযোগ্য নয়।”


তিনি আরও অভিযোগ করেন, জামায়াত আমির খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের শরীয়াহ আইন বাস্তবায়ন না করার বিষয়ে আশ্বস্ত করেছেন—যা ইসলামী আদর্শ থেকে বিচ্যুতির প্রমাণ।


নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে গাজী আতাউর রহমান জানান, বৈধ প্রার্থী হিসেবে যাদের মনোনয়ন চূড়ান্ত হয়েছে, তারা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, “২৬৮টি আসনে আমরা এককভাবে নির্বাচন করব। এ বিষয়ে কোনো দ্বিধা নেই।”


১১ দলীয় জোট থেকে সরে আসার ব্যাখ্যায় তিনি বলেন, “ওয়ানবক্স পলিসি ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। ১১ দলীয় জোটের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, তা অর্জিত হয়নি। ইনসাফের প্রশ্নে আমরা বারবার বৈষম্য ও বৈরিতার শিকার হয়েছি।”


তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত মানবসৃষ্ট আইনের ওপর আস্থা রাখে না। দলটির রাজনীতির মূল ভিত্তি হলো শরীয়াহ আইন বাস্তবায়ন। এ আদর্শ থেকে কোনোভাবেই সরে আসা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।


এই ঘোষণার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামপন্থী রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণের ইঙ্গিত মিলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত