ঢাকা   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

পর্যটন সাফল্যে হাইনান মুক্ত বাণিজ্য বন্দরের নতুন মাইলফলক



পর্যটন সাফল্যে হাইনান মুক্ত বাণিজ্য বন্দরের নতুন মাইলফলক

১৯ জানুয়ারি (সোমবার), চীনের হাইনান প্রাদেশিক তথ্য-কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয় বলা হয়, হাইনান মুক্ত বাণিজ্য বন্দরের দ্বীপব্যাপী স্বতন্ত্র শুল্ক পরিচালনা ব্যবস্থা কার্যকর হবার প্রথম মাসে, পর্যটন শিল্পে লক্ষ্যণীয় অগ্রগতি অর্জিত হয়। 

হাইনান প্রাদেশিক পর্যটন ও সংস্কৃতি, রেডিও–টেলিভিশন ও ক্রীড়া বিভাগের উপপরিচালক ও মুখপাত্র লি হাইকাং জানান, হাইনান দ্বীপব্যাপী স্বতন্ত্র শুল্ক পরিচালনা ব্যবস্থা চালুর প্রথম মাসেই, প্রধানত তিনটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। 

প্রথমত, পর্যটকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বাজারের প্রাণচাঞ্চল্য অব্যাহত রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে হাইনানে আগত বিদেশী রাতযাপনকারী পর্যটকের সংখ্যা পৌঁছেছে ৭ লাখ ৭৩ হাজার জন প্রতি রাতে, যা ২০২৪ সালের তুলনায় ৫৯.৫ শতাংশ বেশি। 

দ্বিতীয়ত, পর্যটকের উত্স প্রসারিত হয়েছে। রাশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং হংকং, ম্যাকাও, তাইওয়ানসহ ঐতিহ্যবাহী বাজারের পর্যটকের সংখ্যা স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দূরবর্তী বাজারের পর্যটকের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন ও অস্ট্রেলিয়া থেকে আগত পর্যটকের সংখ্যা যথাক্রমে ৫৬ শতাংশ, ৮৩ শতাংশ, ১৪৪ শতাংশ, ৬২ শতাংশ ও ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

তৃতীয়ত, পর্যটন ভোগের পদ্ধতি বেড়েছে। পর্যটন খাতে ব্যয়ও বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে মোট ব্যয় দাঁড়িয়েছে ১৪ কোটি ১৪০ লাখ মার্কিন ডলারে, যা আগের বছরের তুলনায় ৬৩ শতাংশ বেশি। দ্বীপত্যাগী শুল্কমুক্ত কেনাকাটার জনপ্রিয়তা অব্যাহত রয়েছে, একই সঙ্গে পর্যটকদের অবস্থানের সময়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গড় রাতযাপন ২০২৪ সালের ৩.৩৭ রাত থেকে এ বছর ৩.৯৬ রাতে উন্নীত হয়েছে। 

সূত্র: শিশির-আলিম-মুক্তা,চায়না মিডিয়া গ্রুপ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬


পর্যটন সাফল্যে হাইনান মুক্ত বাণিজ্য বন্দরের নতুন মাইলফলক

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

১৯ জানুয়ারি (সোমবার), চীনের হাইনান প্রাদেশিক তথ্য-কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয় বলা হয়, হাইনান মুক্ত বাণিজ্য বন্দরের দ্বীপব্যাপী স্বতন্ত্র শুল্ক পরিচালনা ব্যবস্থা কার্যকর হবার প্রথম মাসে, পর্যটন শিল্পে লক্ষ্যণীয় অগ্রগতি অর্জিত হয়। 

হাইনান প্রাদেশিক পর্যটন ও সংস্কৃতি, রেডিও–টেলিভিশন ও ক্রীড়া বিভাগের উপপরিচালক ও মুখপাত্র লি হাইকাং জানান, হাইনান দ্বীপব্যাপী স্বতন্ত্র শুল্ক পরিচালনা ব্যবস্থা চালুর প্রথম মাসেই, প্রধানত তিনটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। 


প্রথমত, পর্যটকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বাজারের প্রাণচাঞ্চল্য অব্যাহত রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে হাইনানে আগত বিদেশী রাতযাপনকারী পর্যটকের সংখ্যা পৌঁছেছে ৭ লাখ ৭৩ হাজার জন প্রতি রাতে, যা ২০২৪ সালের তুলনায় ৫৯.৫ শতাংশ বেশি। 


দ্বিতীয়ত, পর্যটকের উত্স প্রসারিত হয়েছে। রাশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং হংকং, ম্যাকাও, তাইওয়ানসহ ঐতিহ্যবাহী বাজারের পর্যটকের সংখ্যা স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দূরবর্তী বাজারের পর্যটকের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন ও অস্ট্রেলিয়া থেকে আগত পর্যটকের সংখ্যা যথাক্রমে ৫৬ শতাংশ, ৮৩ শতাংশ, ১৪৪ শতাংশ, ৬২ শতাংশ ও ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 


তৃতীয়ত, পর্যটন ভোগের পদ্ধতি বেড়েছে। পর্যটন খাতে ব্যয়ও বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে মোট ব্যয় দাঁড়িয়েছে ১৪ কোটি ১৪০ লাখ মার্কিন ডলারে, যা আগের বছরের তুলনায় ৬৩ শতাংশ বেশি। দ্বীপত্যাগী শুল্কমুক্ত কেনাকাটার জনপ্রিয়তা অব্যাহত রয়েছে, একই সঙ্গে পর্যটকদের অবস্থানের সময়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গড় রাতযাপন ২০২৪ সালের ৩.৩৭ রাত থেকে এ বছর ৩.৯৬ রাতে উন্নীত হয়েছে। 


সূত্র: শিশির-আলিম-মুক্তা,চায়না মিডিয়া গ্রুপ।


মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত