ঢাকা   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

আগামী নির্বাচনেই নির্ধারিত হবে দেশে উদার না উগ্রপন্থি রাজনীতি থাকবে: মির্জা ফখরুল



আগামী নির্বাচনেই নির্ধারিত হবে দেশে উদার না উগ্রপন্থি রাজনীতি থাকবে: মির্জা ফখরুল

আগামী জাতীয় সংসদ নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশে উদার গণতান্ত্রিক রাজনীতি টিকে থাকবে নাকি উগ্রপন্থি রাজনীতির উত্থান ঘটবে-এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২০ জানুয়ারী) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি পরীক্ষা। এই নির্বাচনের মাধ্যমেই প্রমাণ হবে-এই দেশ কি লিবারেল ডেমোক্রেটিক শক্তির হাতে থাকবে, নাকি উগ্রপন্থি ও রাষ্ট্রবিরোধী শক্তির হাতে চলে যাবে।


নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন আসছে। দেখা যাক কে কত ভোট পায়। আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। বিএনপি নির্বাচন চায়, জনগণের কাছে যেতে চায়। জনগণ যদি আমাদের গ্রহণ করে আমরা সরকারে থাকব, আর যদি না করে তাহলে বিরোধী দলে থাকব। এটাই তো গণতন্ত্র। আগে থেকে এত গলাবাজির কী দরকার?

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। তিনি বলেন, যারা বলে নির্বাচন হতে দেব না-তাদের আসলে কোনো ভোট নেই। এ ধরনের দলকে বড় বড় কথা বলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এসব অপপ্রচার করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না। জনগণের শক্তির ওপর ভর করেই বিএনপি সামনে এগিয়ে যাবে।


আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, কয়েকটি আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’য়ের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে দুটি দলের শীর্ষ নেতারা ইতোমধ্যে সরকারের উচ্চপর্যায়ে বৈঠক করেছেন। তিনি দাবি করেন, ওই পক্ষগুলো চায় না বিএনপি ক্ষমতায় আসুক।

সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬


আগামী নির্বাচনেই নির্ধারিত হবে দেশে উদার না উগ্রপন্থি রাজনীতি থাকবে: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

আগামী জাতীয় সংসদ নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশে উদার গণতান্ত্রিক রাজনীতি টিকে থাকবে নাকি উগ্রপন্থি রাজনীতির উত্থান ঘটবে-এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


মঙ্গলবার (২০ জানুয়ারী) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি পরীক্ষা। এই নির্বাচনের মাধ্যমেই প্রমাণ হবে-এই দেশ কি লিবারেল ডেমোক্রেটিক শক্তির হাতে থাকবে, নাকি উগ্রপন্থি ও রাষ্ট্রবিরোধী শক্তির হাতে চলে যাবে।


নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন আসছে। দেখা যাক কে কত ভোট পায়। আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। বিএনপি নির্বাচন চায়, জনগণের কাছে যেতে চায়। জনগণ যদি আমাদের গ্রহণ করে আমরা সরকারে থাকব, আর যদি না করে তাহলে বিরোধী দলে থাকব। এটাই তো গণতন্ত্র। আগে থেকে এত গলাবাজির কী দরকার?


বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। তিনি বলেন, যারা বলে নির্বাচন হতে দেব না-তাদের আসলে কোনো ভোট নেই। এ ধরনের দলকে বড় বড় কথা বলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি।


বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এসব অপপ্রচার করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না। জনগণের শক্তির ওপর ভর করেই বিএনপি সামনে এগিয়ে যাবে।


আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, কয়েকটি আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’য়ের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে দুটি দলের শীর্ষ নেতারা ইতোমধ্যে সরকারের উচ্চপর্যায়ে বৈঠক করেছেন। তিনি দাবি করেন, ওই পক্ষগুলো চায় না বিএনপি ক্ষমতায় আসুক।


সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত