মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
সুনামগঞ্জে দেশী বিদেশি কসমেটিক্স মালামাল সহ আটক ১জন
প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫
এরশাদুল হক, ভ্রাম্যমাণ প্রতিনিধি
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক টিম
এস আই সাব্বির আহসান এর নেতৃত্বে বেলা ১.০০ ঘটিকার দিকে সুনামগঞ্জ সহরের প্রাণকেন্দ্র সদরের নতুন পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। অভিযান করে বিপুল পরিমাণ ভারতীয়
দেশী ও বিদেশী কসমেটিক্স মালামাল অবৈধ প্রসাধনী সামগ্রী সহ এক জন যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি রতিশ কর(৩৫), পিতা-কৃতিশ কর, মাতা-সন্ধ্যা রানী কর, সাং-চানপুর, ইউপি-জামালগঞ্জ, থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা: বাঁধন ৫৬/১ জহুরত মঞ্জিল, বাঁধনপাড়া, থানা-সুনামগঞ্জ সদর,
সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন